নিকোলা টেসলা। যার নামে চৌম্বকক্ষেত্রের এককের নাম দেওয়া হয়েছে ‘টেসলা’। যাকে নিয়ে ইন্টারনেটের রঙিন দুনিয়ায় ছড়িয়ে আছে হাজারো কিংবদন্তি, আজকের বিখ্যাত গাড়ি ব্র্যান্ড ‘টেসলা’ তো তারই নামে! শুনে কখনও মনে হবে টেসলা লোকটি ছিলেন অতিমানব, আবার কখনো মনে হবে পাগল বৈজ্ঞানিক। কতটা সত্য এর? বাস্তবে কেমন ছিলেন এই উদ্ভাবক? কিংবদন্তির গভীরে ঢুঁ দিয়ে বাস্তবের নিকোলা টেসলাকে চেনার চেষ্টা এই বই। ইন্টারনেটে ছড়িয়ে থাকা নানা তথ্য, হাজারো কিংবদন্তি বনাম বাস্তবতার বিশ্লেষণের পাশাপাশি এতে থাকছে টেসলার নিজের লেখা আত্মজীবনীর সহজ রূপান্তর।
শত বছর আগে উদ্ভাবনী কাণ্ডকারখানা চালিয়ে যাওয়া নিকোলা টেসলাকে নিয়ে সম্যক ধারণা পেয়ে যাবেন এ বই থেকে, এটুকু আশ্বাস দেয়া যায়।