“মহানবী (সা) ও চার খলিফা”

অনলাইনে অর্ডার করুনঃ

মহানবী (সা)-এর জীবনীকে এক কথায় বলা হয় সীরাত। আরবি ‘সীরাত’ কথাটির শাব্দিক অর্থ পথ বা পথচলা। একজন মানুষের জীবন তাঁর পথ চলার গল্প। সেই থেকে জীবনীকে সীরাত বলার ধারণাটি আসে। রাসুল (সা)-এর জীবনীকে প্রথম সীরাত বলে উল্লেখ করেন ইবনে শিহাব আল জুহরি। পরে এটি জনপ্রিয় হয় ইবনে হিশামে সীরাত গ্রন্থ থেকে। ব্যক্তিগতভাবে আমার সীরাত শব্দটি ভালো লাগে, কারণ এটি আমাকে শুধু রাসুল (সা) কীভাবে পথ চলেছেন, তা-ই বলে না। নিজের জীবনের পথ কী আদর্শ নিয়ে চলতে হবে, বলে সে কথাও।

এ বই মুহাম্মাদ (সা) এবং চার খলিফার জীবন ও তাঁদের পথ চলার সংক্ষিপ্ত বিবরণ। বইটার উদ্দেশ্য, আপনি যদি তাঁদের জীবনী না পড়ে থাকেন, সংক্ষেপে পড়ে ফেলতে পারবেন এ বই থেকে। এতে হয়তো আপনার পিপাসা বাড়বে, আরও জানতে চাইবেন। সেই পিপাসা থেকে আরও বড় পরিসরের জীবনী পড়বেন, আরও জানবেন, সেই প্রত্যাশায়।

Publication:(ছায়াবীথি) [মৌলিক]

অনলাইনে অর্ডার করুনঃ

Abdullah

IBN Mahmud